Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে মেহনতি মানুষের মাঝে পানি-স্যালাইন বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ২৩:২৯

ঢাকা: তীব্র তাপদাহে মোহাম্মদপুরে মেহনতি মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন এবং খাদ্যদ্রব্য বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩) বাদ জুম’আ দলের কয়েকজন সিনিয়র নেতা ও স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি সেলাইন ও খাদ্যদ্রব্য বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, যুবদলের নেতা ওমর ফারুক কায়সার প্রমুখ।

তীব্র তাপদাহের শুরু থেকেই প্রতিদিন ঢাকার বিভিন্ন এলাকায় খাবার পানি, খাবার স্যালাইন, তরমুজ, জুস বিতরণ করছে বিএনপি। ওয়ার্ডভিত্তিক এ কার্যক্রমে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। শুক্রবার দুপুরে উত্তরার তুরাগ থানায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন তিনি।

সারাবাংলা/এজেড/একে

তাপপ্রবাহ বিএনপি রিজভী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর