Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী শান্ত

স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৪ ২২:৫৫ | আপডেট: ৪ মে ২০২৪ ০৮:৪৪

৩য় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা কার্যত বিশ্বকাপের প্রস্তুতিই বাংলাদেশের জন্য। সেই প্রস্তুতির শুরুটা দারুণভাবেই করেছে নাজমুল হোসেন শান্তর দল। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-২০তে অভিষেক হওয়া তানজিম তামিমের দারুণ এক ইনিংসে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক বলছেন, তামিম তার এই ফর্ম সামনেও ধরে রাখবেন এমনটাই আশা করছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- অভিষেকেই বাংলাদেশকে জয় এনে দিলেন তামিম 

জিম্বাবুয়ের দেওয়ার ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লিটনকে হারায় বাংলাদেশ। এরপর শান্ত-হৃদয়কে সাথে নিয়ে দারুণ এক হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তামিম। অভিষেকেই দুর্দান্ত এক ইনিংস খেলা তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ শান্ত, ‘সবাই আজকে দারুণ খেলেছে। বিশেষ করে বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গত কয়েকদিনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আশা করছি তামিম তার এই ফর্মটা ধরে রাখবে। সব আসলে আমাদের হাতে নেই, আমরা শুধু পরিশ্রমটাই করে যেতে পারি।’

তামিমের পাশাপাশি তাওহিদ হৃদয়ের ঝড়ো ক্যামিওতেও খুশি শান্ত, ‘হৃদয় দুর্দান্ত দক্ষতার পরিচয় দিয়েছে। বিশেষ করে তামিমের সাথে সেও যে ইনিংস শেষ করে এসেছে সেটা সত্যি দারুণ।’

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এফএম

টপ নিউজ তামিম বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর