Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে বন্যায় কমপক্ষে ২৯ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৪ ২০:৩৬ | আপডেট: ৪ মে ২০২৪ ১০:৫৭

ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল প্রদেশে ভারী বর্ষণ ও বন্যায় গত এক সপ্তাহে কমপক্ষে ২৯ জন মারা গেছেন। আরও অন্তত ৬০ জন নিখোঁজ রয়েছেন।

ওই রাজ্যের প্রায় দেড়শটি পৌরসভার ৬৭ হাজারের বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। স্থানীয় সরকার বন্যাকবলিত এলাকায় বিপর্যয়কর অবস্থা ঘোষণা করেছে। ইতোমধ্যে প্রায় ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিতদের জন্য সাড়ে চার হাজারের বেশি অস্থায়ী আবাসস্থল তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের বাধগুলো তদারকি করা হচ্ছে। কারণ জলপ্রবাহ বাধের সক্ষমতার চেয়ে বেশি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার ত্রাণ তদারকি করতে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট বলেছেন, দুর্ভাগ্যবশত আমরা একটি ঐতিহাসিক বিপর্যয় প্রত্যক্ষ করছি। বস্তুগত ক্ষতি বিশাল, কিন্তু এই মুহূর্তে আমাদের মূল কাজ হলো উদ্ধার তৎপরতা চালানো। বন্যাকবলিত এলাকায় এখনও মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছে।

রিও গ্র্যান্ডে দো সুলে গত কয়েক বছরে চরম আবহাওয়ার কারণে বেশ কয়েকটি বিপর্যয়কর ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে প্রবল বর্ষণে ব্রাজিলের ওই প্রদেশে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/আইই

টপ নিউজ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর