Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ময়বালক জোসেফকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৪ ২০:৪৪

টি-২০ বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা

যুক্তরাষ্ট্রে সাথে সহ আয়োজক হিসেবে এবারের টি-২০ বিশ্বকাপ আয়োজন করবেন তারা। ঘরের মাঠে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। রোভমান পাওয়েলকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে এই স্কোয়াড। ক্যারিবিয়ানদের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন স্কোয়াডে ডাক পাওয়া বিস্ময়বালক পেসার শামার জোসেফ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অবিশ্বাস্য পারফর্ম করে সবার নজরে এসেছিলেন জোসেফ। জোসেফকে এবার টি-২০ স্কোয়াডেও নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে আছেন তিনিও। এছাড়াও স্কোয়াডে ফিরেছেন শিমরন হেটমায়ার। বাদ পড়েছেন কাইল মেয়ার্স ।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আছে অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মাঝে আছেন রস্টন চেজ, জেসন হোল্ডার, শাই হোপ, নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটাররা।

২ জুন গায়ানায় পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড 

রোভমান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেস মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

সারাবাংলা/এফএম

ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর