Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৯:১৭

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে ‘পরিচিত’ প্রার্থীর হয়ে পরীক্ষা দিতে বসে গ্রেফতার হয়েছে এক যুবক। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ মে) সকালে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নগরীর ওমরগণি এমইএস কলেজে নিয়োগ পরীক্ষার কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডিত আবদুর রউফ মিয়া (২৮) গাইবান্ধা সদর উপজেলার রুপার বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত সারাবাংলাকে বলেন, ‘ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলছিল। জুয়েল মল্লিক নামে একজন প্রার্থীর হয়ে পরীক্ষায় বসেছিলেন আবদুর রউফ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা হলে গিয়ে তার প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র যাচাই করি। তথ্যে গরমিল পাওয়ায় তাকে আটক করা হয়। পরে সে স্বীকার করে, পরিচিত জুয়েল মল্লিকের হয়ে সে পরীক্ষা দিচ্ছিল। তবে টাকা-পয়সার বিনিময়ে না কি শুধুমাত্র পরিচিতি হওয়ায় সে প্রক্সি দিচ্ছিল সেটি জানায়নি।’

সারাবাংলা/আরডি/একে

নিয়োগ পরীক্ষা প্রক্সি স্বাস্থ্য সহকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর