Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে রেলের ৩ কর্মী বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৯:১৭ | আপডেট: ৪ মে ২০২৪ ০৯:২১

গাজীপুর: জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’টি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় রেলওয়ের ৩ কর্মচারীকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই সাথে এ ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্ত কর্মীরা হলেন- আবগোমটি ঘরের মাস্টার মো. হাসেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ট্রেন চলাচলের সময় যারা ডিউটিতে ছিলেন তাদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে কর্তব্য পালনে তাদের কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় তেলবাহী ও যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ওই ডাবল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১টার দিকে ডাবল লাইনের ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

সারাবাংলা/এমও

গাজীপুর টপ নিউজ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বরখাস্ত

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর