Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসাধু জুয়েলারি ব্যবসায়ীদের তালিকা করবে বাজুস

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৯:০২

ঢাকা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসান বলেছেন, বাজুসের সদস্য হয়ে অসাধু উপায়ে জুয়েলারি ব্যবসা করা যাবে না। জুয়েলারি ব্যবসা করতে হলে বাজুসের নিয়ম-কানুন মানতে হবে। বাজুসের বেঁধে দেওয়া মূল্যের বাইরে গিয়ে স্বর্ণ বিক্রি করতে পারবেন না।

শুক্রবার (৩ মে) বাজুস চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘বড় এবং ছোট সব ব্যবসায়ীই যেন সৎভাবে ব্যবসা করতে পারেন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাজুস। যারা স্বর্ণের ব্যবসা করবেন তাদের অবশ্যই বাজুসের সদস্য হতে হবে। এরই মধ্যে ঢাকায় যারা সদস্য নয় তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।’

মতবিনিময়কালে বাজুস কেন্দ্রীয় নেতারা জেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধান দেন।

এতে সভাপতিত্ব করেন বাজুসের চাঁদপুরের শাখার সভাপতি মো. মোস্তফা ফুল মিয়ার। এ ছাড়া সভায় বাজুসের সহ-সম্পাদক মো. ইমরান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. মজিবর রহমান খান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

জুয়েলারি ব্যবসা বাজুস ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর