Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭২ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৯:১১

রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পরীক্ষা সম্পন্ন হয়।

রাবিপ্রবি ক্যাম্পাস ও দু’টি উপ-কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদনকারী ২ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৯৭ জন উপস্থিত এবং ৭৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৭২.৭৮ শতাংশ।

বিজ্ঞাপন

পরীক্ষা চলাকালে রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভিসি প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা, এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডিন সহকারী অধ্যাপক ধীমান শর্মা কেন্দ্র পরিদর্শন করেন।

আগামী ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমও

গুচ্ছ ভর্তি পরীক্ষা রাবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর