Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের সায়েন্সেস পো থেকে বিক্ষোভকারীদের বের করে দিলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৪ ১৯:৫২ | আপডেট: ৪ মে ২০২৪ ০৯:২০

ফ্রান্সের মর্যাদাপূর্ণ সায়েন্সেস পো ইউনিভার্সিটির একটি ভবন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের বের করে দিয়েছে পুলিশ। শুক্রবার (৩ মে) পুলিশ ইউনিভার্সিটির একটি ভবনে প্রবেশ করে প্রতিবাদী শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়।

বার্তাসংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে ভবনের ভেতরে যেতে দেখেছেন। তিনি বলেন, ভেতরে থাকা প্রায় ৭০  বিক্ষোভকারীদের অনেককেই বের করে নিয়ে গেছে পুলিশ।

বিজ্ঞাপন

তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে যেভাবে প্রতিবাদ কর্মসূচি সহিংস হয়ে উঠছে, ফ্রান্স তার বিপরীত। ফ্রান্সে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। ফ্রান্স পুলিশও ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে অনেকটাই নমনীয় ও কৌশলী।

ফলে সায়েন্সেস পো ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে প্রতিবাদী শিক্ষার্থীদের বের করে দেওয়ার সময় সহিংসতার কোনো লক্ষণ দেখা যায়নি।

যুদ্ধে সমর্থন এবং ইসরাইলের সঙ্গে একাডেমিক সম্পর্ক নিয়ে ফরাসি ছাত্র বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সায়েন্সেস পো ইউনিভার্সিটি। এই ছাত্র বিক্ষোভ অবশ্য ফ্রান্স জুড়েই ছড়িয়ে পড়েছে।

সারাবাংলা/আইই

ইসরাইল গাঁজা টপ নিউজ ফিলিস্তিন সায়েন্সেস পো ইউনিভার্সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর