Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচল হলো বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৭:৫৫

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধসে সারাদেশের সঙ্গে বাঘাইছড়ির যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে ৭ ঘণ্টা শুক্রবার (৩ মে) দুপুর ১টার পর থেকে মারিশ্যা-বাঘাইহাট সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে মারিশ্যা-বাঘাইহাট সড়কের দুইটিলা এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শুক্রবার ভোর ৬টা থেকে যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

তবে খাগড়াছড়ির দীঘিনালার জামতলিতে বেইলি সেতুর খুঁটি সরে যাওয়ায় বাঘাইছড়ির ভারি যান চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ পণ্যবাহী ট্রাকসহ ভারি যানবাহন চলছে না।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, পাহাড় ধসে যান চলাচল বন্ধের খবর পেয়ে সকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর মিলে দুপুরে ১টার দিকে সড়ক থেকে ধসে পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ বাঘাইছড়ি যান চলাচল সড়ক যোগাযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর