বেসিস সদস্যদের জন্য কল্যাণ তহবিল চালুর লক্ষ্য লিয়াকতের
৩ মে ২০২৪ ১৭:৪৩ | আপডেট: ৩ মে ২০২৪ ১৯:৩৭
ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনে পরিচালক পদে লড়ছেন ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের সিইও লিয়াকত হোসাইন। ‘টিম স্মার্ট’ থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন। নির্বাচিত হলে স্থানীয় বাজারকে শক্তিশালী করতে চান তিনি। পাশাপাশি ঢাকার আশপাশে বেসিসের নিজস্ব ভবন তৈরি ও বেসিস সদস্যদের জন্য কল্যাণ তহবিল চালুর লক্ষ্যও রয়েছে তার।
লিয়াকত হোসাইন টিম স্মার্ট থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করছেন। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে এক ঝাঁক তরুণ প্রার্থী রয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই প্যানেলে স্মার্ট বেসিস গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে।
লিয়াকত হোসাইন জানালেন, টিম স্মার্টের পক্ষ থেকে স্মার্ট বেসিস গঠনে চারটি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন তিনি— স্থানীয় বাজারকে শক্তিশালী করা, সরকারি ক্রয়নীতি সংস্কার করা, টেকসই চর্চার (সাসটেইনেবল প্র্যাকটিস) প্রচার করা ও প্রযুক্তির সমন্বয় করা। নির্বাচিত হলে এই চারটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানান তিনি।
আরও পড়ুন- আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যান্ডিং করতে চাই: রফিক উল্লাহ
লিয়াকত হোসাইন বলেন, আমি ব্যক্তিগতভাবে টিমওয়ার্কে বিশ্বাসী। তাই সদস্যরা যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সংগঠনের কল্যাণে কাজ করার সুযোগ দেন, তাহলে আমার প্রথম ইচ্ছা একটি সুসংঘবদ্ধ, সক্রিয় ও সুশৃঙ্খল কার্যনির্বাহী কমিটি গঠন করা বা এমন কমিটির একজন সদস্য হয়ে ওঠা। কারণ একটি কমিটি তখনই তার সর্বোচ্চটা দিতে পারে, যখন এর প্রতিটি সদস্য কাজ করার বা মতামত দেওয়ার সুযোগ পায়।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি দলীয় লক্ষ্যে কার্যনির্বাহী পরিষদের প্রত্যেক সদস্যর যে দায়িত্ব থাকবে, তিনি যদি সেটি ঠিকমতো পালন করেন বা অন্ররা যদি তাকে সহযোগিতা করেন, তাহলেই কেবল একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গড়ে ওঠে। আর সবাই সক্রিয় থাকলে ভালো কিছু হবেই। তাই আমি প্রথমত এই পরিবর্তনটিই আনতে চাই।
ঢাকার আশপাশে বেসিস ভবন ও সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠনের লক্ষ্যের কথা জানিয়ে লিয়াকত বলেন, ঢাকার আশপাশে কোথাও বেসিসের নিজস্ব ভবন তৈরির কাজ শুরু করার চেষ্টা করব। বেসিস সদস্যদের জন্য কল্যাণ তহবিল চালু করার লক্ষ্য রয়েছে। বিশ্বের অন্যান্য দেশে প্রাতিষ্ঠানিকভাবে আউটসোর্সিং করার সুযোগ রয়েছে, যা আমাদের দেশে নেই। এখানে ফ্রিল্যান্সিং করা হয় ব্যক্তি উদ্যোগে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আন্তরিকতার কমতি নেই। শুধু আমাদের নেতাদের সঠিক নেতৃত্বের অভাবে দেশে প্রাতিষ্ঠানিকভাবে আউটসোর্সিং করার ক্ষেত্র তৈরি হয়ে উঠেনি। ঠিক এখানেই দেশের মেধাবী তরুণ-তরুণীদের জন্য প্রাতিষ্ঠানিক আউটসোর্সিং করার সুযোগ তৈরিতে করতে চাই।
এবারের বেসিস নির্বাচনে জেনারেল ক্যাটাগরির ১১টি পরিচালন পদে তিনটি প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বেসিস নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ জন ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন।
আরও পড়ুন-
- এক ঝাঁক তরুণ নিয়ে সোহেলের ‘টিম স্মার্ট’
- বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
- ব্যবসায়ীবান্ধব বেসিস গড়ে তুলতে চাই: শাহরুখ
- নারী সদস্যদের জন্য হেল্প ডেস্ক চালুর লক্ষ্য প্রমির
- তথ্যপ্রযুক্তিতে দেশীয় ব্র্যান্ডের বড় বড় প্রতিষ্ঠান তৈরি হোক
- আইসিটির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য মামুনের
- বেসিস অ্যাফিলিয়েট সদস্যদের সুখ-দুঃখের সাথী হতে চান লুৎফি
- আইসিটি উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়ার লক্ষ্য এলিটের
- আইসিটিতে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে প্রমোট করা হবে: রিসালাত
- আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে কর অব্যাহতির ঘোষণা এখনই দেওয়া উচিত
সারাবাংলা/ইএইচটি/টিআর
টপ নিউজ টিম স্মার্ট বেসিস নির্বাচন বেসিস নির্বাচন ২০২৪ লিয়াকত হোসাইন