Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিস অ্যাফিলিয়েট সদস্যদের সুখ-দুঃখের সাথী হতে চান লুৎফি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৬:৫৩ | আপডেট: ৩ মে ২০২৪ ১৮:৫৬

ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনে পরিচালক পদে লড়ছেন অ্যাডফিনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লুৎফি হায়দার চৌধুরী। ‘টিম স্মার্ট’ থেকে অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন তিনি। নির্বাচিত হলে হলে বেসিসের অ্যাফিলিয়েট সদস্যদের প্রতি সবসময় বিশেষ মনোযোগী থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন লুৎফি। বলছেন, বেসিসের স্ট্যান্ডিং কমিটিকেও আরও শক্তিশালী করা হবে তার লক্ষ্য। স্থানীয় বাজার সুরক্ষা ও সম্প্রসারণ এবং গ্লোবাল অ্যাডটেক প্ল্যাটফর্ম পেমেন্ট প্রক্রিয়া সহজতর করার বিষয়টিকেও প্রাধান্য দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

লুৎফি হায়দার চৌধুরী টিম স্মার্ট থেকে অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করছেন। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে রয়েছেন এক ঝাঁক তরুণ প্রার্থী। লুৎফিও তাদের একজন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্যানেলে টিম স্মার্ট ‘স্মার্ট বেসিস’ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে।

লুৎফি হায়দার চৌধুরী বলেন, স্মার্ট বেসিস গঠনে টিম স্মার্ট প্যানেলের পক্ষ থেকে আমি চারটি বিষয়কে প্রাধান্য দিচ্ছি— আইটিইএস পরিষেবার ওপর জোর দেওয়া, ডোমেইন নির্দিষ্ট পলিসি তৈরি, স্থানীয় বাজার সুরক্ষা ও সম্প্রসারণ এবং গ্লোবাল অ্যাডটেক প্ল্যাটর্ফম পেমেন্ট প্রক্রিয়া নিয়ে কাজ করা। নির্বাচিত হলে আমি এই বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেবো।

অ্যাফিলিয়েট সদস্যদের প্রতি মনোযোগী হওয়ার কথা জানিয়ে লুৎফি বলেন, ‘গত মেয়াদে বেসিসের অ্যাফিলিয়েট সদস্যরা তাদের পরিচালকের মনোযোগ পায়নি। আমি নির্বাচিত হলে বেসিসে অ্যাফিলিয়েট সদস্যের সংখ্যা ২১৮ থেকে উন্নীত করা হবে এবং প্রত্যেক সদস্যের সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাদের ব্যবসা বাড়াতে বেসিস থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সব নেব। আমার পুরো সময় আমি অ্যাফিলিয়েট ক্যাটাগরির সদস্যদের দিকে মনোযোগী থাকব, তাদের সুখ-দুঃখের সাথী হবো।’

আরও পড়ুন- আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যান্ডিং করতে চাই: রফিক উল্লাহ

লুৎফি হায়দার চৌধুরী বলেন, ‘অ্যাফিলিয়েট একটি ডাইভারসিফায়েড ক্যাটাগরি। এখানে অনেক ধরনের ডোমেইনের আইটিইএস বিজনেস আছে। অ্যাডেটেক, ফিনটেক, এজেন্সি, ট্রেনিং, হেলথটেক, মিডিয়া এন্টারটেইমেন্ট— এমন অসংখ্য ব্যবসা রয়েছে। নির্বাচিত হলে আসলে আমি ডোমেইন স্পেসিফিক ডেফিনিশেন তৈরি ও পলিসি তৈরিতে মনোযোগ দেবো। কারণ আইটিইএস বিজনেসগুলো প্রচলিত আইসিটি ব্যবসার ডিজিটাল রূপান্তর। অনেকগুলো আইটিইএস ব্যবসা, যেগুলো ট্র্যডিশনাল পলিসি দিয়ে চলছে, সেগুলোর জন্য আমাদের ডিজিটাল পলিসি করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অ্যাফিলিয়েট মেম্বারদের বড় একটি অংশ কনটেন্ট ক্রিয়েট করে। যারা কনটেন্ট বানাচ্ছে তারা কিন্তু দেশে বসেই রেমিট্যান্স যোদ্ধা। তারা বিদেশ থেকে টাকা আনছে। তাদের প্রণোদনা যেন আরও ত্বরান্বিত করা যায় সে উদ্যোগ নেব। ১০ শতাংশ থেকে কমিয়ে প্রণোদনা ৮ শতাংশ করা হয়েছে, প্রণোদনা পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। আমরা বেসিস থেকে নজর রাখব যেন এই সমস্যাগুলোর সমাধান করা যায়। গুগল-ফেসবুকের পেমেন্ট নিয়ে এখনো যে ধোঁয়াশা রয়েছে, তাতে আমরা বিশেষ মনোযোগ দেবো। পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে বেসিস থেকে উদ্যোগ নেব।’

বেসিসের স্ট্যান্ডিং কমিটিগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে অ্যাডফিনিক্স লিমিটেডের এই ব্যবস্থা পরিচালক বলেন, ‘বেসিসের স্ট্যান্ডিং কমিটি হচ্ছে বেসিসের মূল চালিকা শক্তি। বিগত সময়ে বেসিসের স্ট্যান্ডিং কমিটিগুলো তুষ্টিকরণের কমিটিতে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে যোগ্যতা অনুযায়ী এবং প্রত্যেক ডোমেইন স্পেসিফিক ধরে ধরে তাদেরকে আমন্ত্রণ জানাব, যেন তারা আমাদের সঙ্গে একত্রে কাজ করে। কারণ একজন পরিচালকের পক্ষে সবগুলো ব্যবসার সমস্যা বোঝা ও সমাধান করা সম্ভব নয়। এ জন্য স্ট্যান্ডিং কমিটি গঠনে যোগ্য ও কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

লুৎফির আইসিটি খাতে কাজ করার অভিজ্ঞতা প্রায় ১৯ বছরের। প্রায় ১৪ বছর ইউরোপীয় ও দেশীয় স্টার্টআপ শিল্পে কাজ করেছেন। কাজ করেছেন ক্লিক বিডি, জিঅ্যান্ডআর, কিউবেক্স লিমিটেড ও ইউরোপিয়ান স্টার্টআপ এসকিমিসহ নানা প্রতিষ্ঠানে। ২০২০ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন অ্যাডফিনিক্স লিমিটেড।

এবারের বেসিস নির্বাচনে জেনারেল ক্যাটাগরির ১১টি পরিচালন পদে তিনটি প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বেসিস নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ জন ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন।

আরও পড়ুন-

সারাবাংলা/ইএইচটি/টিআর

টপ নিউজ টিম স্মার্ট বেসিস নির্বাচন বেসিস নির্বাচন ২০২৪ লুৎফি হায়দার চৌধুরী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর