Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৬:২৭ | আপডেট: ৩ মে ২০২৪ ১৭:৫৬

ঢাকা: ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া ৮ বাংলাদেশি নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ মে) বেলা সোয়া ৩টা থেকে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যজিস্ট্রেট সায়েম ইমরান, ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা হক ও বিমানবন্দর থানা পুলিশের সম্মুখে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

নৌকাডুবিতে মৃতরা হলেন মাদারীপুর জেলার রাজৈর থানার সেনদিয়া গ্রামের সজল বৈরাগী(২২), একই থানার কদমবাড়ি গ্রামের মৃত পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (১৮), সরমঙ্গল গ্রামের মামুন শেখ (২৪), কোদালিয়া গ্রামের কাজী সজীব (১৮), কেশরদিয়া গ্রামের তোতা খলিফার ছেলে কায়সার খলিফা (৩৫) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার দাদন শেখের ছেলে রিফাত শেখ (২৪) একই থানার পদ্মপট্টি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে রাসেল শেখ (২৫) এবং পদ্মাপট্টি গ্রামের পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন (২৩)।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ৮টি মরদেহ বিমানবন্দরে আসে। সেখান থেকেই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরেনসিকের চিকিৎসকের সামনে কফিন খুলে দেখা যায়, মরদেহগুলো ময়নাতদন্ত হয়ে বাংলাদেশে এসেছে। তাই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এসআই জানান, বিমানবন্দর থানায় হত্যা ও মানবপাচার মামলা হয়েছে। সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলাটি করা হয়। এরমধ্যে পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২ মে) বিকালে মরদেহ আটটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে এসব মরদেহ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

গত ১৪ ফেব্রুয়ারি শেষ রাতে জুয়ারা উপকূল থেকে ইউরোপে যাত্রাপথে ৫২ জন যাত্রী এবং একজন চালকসহ নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে গেলে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ২৭ জন বাংলাদেশি ও পাকিস্তানের ৮, সিরিয়ার ৫, মিসরের ৪ জন। নিহত ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি ও অন্যজন পাকিস্তানের নাগরিক।

সারাবাংলা/এসএসআর/একে

উপকূল টপ নিউজ তিউনিসিয়া ভূমধ্যসাগর মরদেহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর