Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতায় থাকা যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৫:৪৩ | আপডেট: ৩ মে ২০২৪ ১৭:৫৬

ঢাকা: স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (০৩ মে) দুপুরে উত্তরা ১০ নম্বর সেক্টরে পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

চলমান তীব্র তাপদাহের কারণে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণ কর্তা মনে করছেন? জনগণের ভোট ডাকাতি করেছেন আপনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না। আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ভোটাধিকার ফিরে পাবার জন্য লড়াই করছে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘পচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন,২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচন ও ১৯৯৬ সালের নির্বাচন ঠিক ছিল না?

রিজভী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হল ডামি নির্বাচন, আমরা আর মামুরা নির্বাচন। বাংলাদেশের মানুষসহ সারা পৃথিবীর মানুষ এ নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে। ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনোভাবে কলঙ্ক লোকাতে চাচ্ছেন। কিন্ত প্রযুক্তির এ যুগে কোনো কিছুই লোকানো যায় না।’

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নেতারা নাকি দেশ ছেড়ে যাচ্ছেন। আরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এত মামলা, এত নির্যাতন, তাদের সহায় সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান সবই তো ক্ষমতাসীনরা দখল করেছে। তাদের তো ভাড়াই নেই বিদেশে যাওয়ার। বিদেশেতো তারা যাচ্ছে যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যাংক লুট করেছে, মানুষের সম্পদ লুট করেছে তারা। লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘যারা অনিয়ম করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, টাকা পাচার করেছে তাদের বিচার হয় না। যারা গরিব কৃষক, চাষের জন্য পাঁচ হাজার টাকা ব্যাংক লোন নিয়েছে তাদের ধরা হচ্ছে।’

তিনি বলেন, ‘ডামি সরকার দেশটি এমন অবস্থায় নিয়ে গেছে এদের থেকে দেশকে বাঁচাতে ঘরে বসে থাকার কোনো উপায় নেই। বিএনপির ভারভাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে সারাদেশে অবৈধ সরকারের বিরুদ্ধে বিপুল তরঙ্গ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র ফেরাতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে তারা অদম্য সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। নিপীড়ন নির্যাতন করে, খুন করে, গুম করে এ আন্দোলন দমানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান এ বৈরি আবহাওয়ার জন্য প্রকৃতি দায়ী নয়। দায়ী হল আওয়ামী লীগের লুটেরা শ্রেণি। আওয়ামী লীগের অনাচারকারীরা। নদী, নালা, খাল বিল ভরাট করে, বন জঙ্গল উজার করে লুটেরা শ্রেণি দেশকে মরুভূমি বানাতে চায়। মানুষ আওয়ামী লীগের লুটেরাদের হাত থেকে পরিত্রাণ চায়।

তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্বদ্যিালরের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শাহ মাইনুল আহসান চৌধুরি পাইন, আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান,আকতার হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ইউসুফ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ রিজভী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর