Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবজির বাজার চড়া, ব্রয়লার মুরগিতেও নেই স্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৬:০৬ | আপডেট: ৩ মে ২০২৪ ১৬:১২

ঢাকা: রাজধানীর বাজারে সবজির দাম এখন বেশ চড়া। সপ্তাহ ব্যবধানে কোনো কোনো সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। পেঁপের দাম ঠেকেছে ৮০ টাকায়।

গত কয়েক সপ্তাহের চেয়ে শসা, টমেটো, পেঁয়াজসহ কয়েকটি সবজির দাম ১০-৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে মাছ ও মাংসের দাম উচ্চমূল্যে এসে স্থিতিশীল হয়ে আছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার, শ্যামলী, কল্যাণপুর ও মোহাম্মদ কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শ্যামলীর সবজি বিক্রেতা আব্দুল মান্নান শেখ সারাবাংলাকে বলেন, আজ শসা, পেঁপে, টমেটোসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। শসা গত সপ্তাহে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি করলেও আজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। তাপপ্রবাহের কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে, এজন্য আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আগারগাঁওয়ের বিক্রেতা আওলাদ হোসেন বলেন, চলতি সপ্তাহে দেশি পেঁয়াজ ৭০-৭০ টাকা, রসুন (বড় সাইজের) ২৫০-২৬০ টাকা, আদা ২৫০ টাকা, গোল আলু ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

আগারগাঁওয়ের সবজি বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, আজ কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে।

কল্যাণপুরে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রেতা শফিকুল ইসলাম। তিনি বলেন, আজ পেঁপে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি। করলা ৮০ টাকা কেজি, কাঁচা মরিচ ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। পেঁপে, ধনিয়া পাতা ও কাঁচা মরিচের দাম গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেড়েছে‌ বলে জানান তিনি।

এদিন আগারগাঁওয়ের বিএনপি বাজারের মাছ বিক্রেতা মো. হেলাল সারাবাংলাকে বলেন, আজ রুই মাছ (১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের) ৩৮০-৪০০ টাকা, একই রকম ওজনের সিলভার কার্প ও পাঙ্গাস ২০০-২১০ টাকা, কৈ ২৫০-২৬০ টাকা, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাবদা মাছ ৪৫০-৫০০ টাকা, সিং মাছ মাঝারি আকারের ৪৫০-৪৮০ কেজি দরে বিক্রি করছি।

বিজ্ঞাপন

ইলিশ মাছ (১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের) বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি দরে, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০-২০০০ টাকা কেজি দরে। আর ৬০০ গ্রাম বা এর কাছাকাছি ওজনের ইলিশ ১১০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বাজারে দাম বেড়েছে ব্রয়লার মুরগির। গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেড়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালিকা ২৯০-৩০০ টাকা, সোনালিকা (পাকিস্তানি) ৩৮০-৩৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংস ও ডিমের দাম উচ্চমূল্যে এসে স্থিতিশীল হয়ে আছে। মোহাম্মদ কৃষি বাজারের মাংস বিক্রেতা মামুন মিয়া সারাবাংলাকে বলেন, গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা, খাসির মাংস ১০৫০-১১৫০ টাকা।

এদিন ফার্মের মুরগির ডিম ১৩০ টাকা ডজন, হাঁসের ডিম হালি প্রতি ৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

এ ছাড়া অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। তবে সব ধরনের সবজি ও মাছ-মাংসের দাম বাজার ভেদে ১০-২০ টাকা কমবেশি হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

দর বাজার রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর