Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ২১:৫৭

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে তমাল কুমার রায় নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। বুধবার (১ মে ) রাতে তাকে গ্রেফতার করা হয়। তমাল কুমার রায়ের ফেসবুক আইডি চিহ্নিত করে তার দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার হয়েছে।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ব্যক্তিগত রেষারেষির কারণে ভিকটিম রাহুল চন্দ্র বর্মণকে ফাঁসানোর উদ্দেশ্যে অনুমতি ব্যতীত তার তথ্য ও ছবি সংগ্রহ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ভুয়া ফেসবুক আইডি খুলে তমাল বিতর্কিত পোস্ট করেন। এ ঘটনায় গত ৩০ এপ্রিল ডিএমপির বাড্ডা থানায় ভিকটিম মামলা করেন।’

তিনি আরও বলেন, ‘মামলা রুজুর পর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে রংপুর জেলার কাউনিয়া থানার বিষ্ণুপুর গ্রামের বাড়ি থেকে তমালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম রাহুল চন্দ্র বর্মণকে ফাঁসানোর জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন তমাল। তমালকে আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/ইউজে/একে

ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর