আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
২ মে ২০২৪ ১৯:৫১ | আপডেট: ২ মে ২০২৪ ২১:২৪
চুয়াডাঙ্গা: পর পর দুদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
বৃহস্পতিবার (২ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৯ শতাংশ। ক্রমাগত এ জেলায় তাপপ্রবাহ চলমান রয়েছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৯ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ একই তাপমাত্রা রেকর্ড করা হয়,ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০ শতাংশ ও দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৯ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় গোটা জেলায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
তিনি আরও জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। রোববার (৫ মে) থেকে চুয়াডাঙ্গা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাবাংলা/একে