রাঙ্গামাটিতে বজ্রপাতে প্রাণ হারালেন ৩ জন
২ মে ২০২৪ ১৯:২০ | আপডেট: ২ মে ২০২৪ ২২:১৪
রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে বজ্রপাতে দুই নারীসহ জেলায় তিনজন মারা গেছেন।
বৃহস্পতিবার (২ মে) সকাল ও দুপুরে পৃথক তিনটি ঘটনায় তারা মারা যান। নিহতরা হলেন-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান (৫৭) ও সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ার বাসিন্দা তনিবালা ত্রিপুরা (৩৭)।
রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি সিলেটি পাড়ার বাসিন্দা মো. নজির (৫০)। এরমধ্যে বাহারজান সকালে ও তনিবালা ত্রিপুরা দুপুরে বজ্রপাতে মারা যান। মো. নজির (৫০) সকালে মারা যান।
বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজানের মৃত্যুর ঘটনায় একটি গবাদিপশু বজ্রপাতে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীণ আক্তার বলেন, ‘বাঘাইছড়ি রূপকারী ও সাজেক ইউনিয়নে বজ্রপাতে দুই নারী মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন।’
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটি জেলা শহরের সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে বরশি দিয়ে মাছ ধরার বজ্রপাতে মো. নজির (৫০) নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, ‘নজিরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তবে তার শরীরের তেমন কোনো দাগ বা ক্ষত দেখা যায়নি।’
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, ‘আমরা বজ্রপাতে রাঙ্গামাটি শহরের তবলছড়িতে একজন ও বাঘাইছড়ি উপজেলায় দুজন নিহতের খবর পেয়েছি। এছাড়া সাতজন আহতের খবর শুনেছি।’
সারাবাংলা/এনইউ