সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ১৫:৫৩ | আপডেট: ২ মে ২০২৪ ১৬:৪০
২ মে ২০২৪ ১৫:৫৩ | আপডেট: ২ মে ২০২৪ ১৬:৪০
ঢাকা: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী মারা গেছেন।
বৃহস্পতিবার (২ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বাংলাদেশ সময় ২টা ৪৫ মিনিটে তিনি যারা মান। এ জে মোহাম্মদ আলীর পিতা এম এইচ খন্দকার বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সারাবাংলা/কেআইএফ/এনইউ