Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নব নিযুক্ত ৩ বিচারপতির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ১৫:০৪

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন আপিল বিভাগে নব নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি।

বৃহস্পতিবার (২ মে) সকালে আপিল বিভাগের বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে সই করেন এবং বঙ্গবন্ধু মিউজিয়াম অবস্থিত গণগ্রন্থাগার পরিদর্শন করেন।

গত ২৫ এপ্রিল এই তিন বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর