হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নারীসহ নিহত ৫
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ১১:০৯ | আপডেট: ২ মে ২০২৪ ১৩:৪৬
২ মে ২০২৪ ১১:০৯ | আপডেট: ২ মে ২০২৪ ১৩:৪৬
হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
বুধবার দিবাগিত রাত দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিম জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়েছে।
তিনি আরও জানান, সিলেটে থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেট কার ও সিলেটগামী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, নিহত সবাই বরিশালের বাসিন্দা এবং তারা ঢাকায় থাকতেন।
সারাবাংলা/ইআ