Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ২৩:৫২

খুলনা: খুলনায় বেড়েই চলেছে তাপমাত্রা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে উঠছে মানুষ। বৃষ্টির জন্য হাহাকার সব জায়গায়। দিনের বেশিরভাগ সময় রাস্তাঘাট থাকছে ফাঁকা।

বুধবার (১ মে) বিকেল ৩টায় খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা স্মরণকালের সর্বোচ্চ। এর আগে গত সোমবার (২৯ এপ্রিল) খুলনায় গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

তীব্র গরমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় খুলনার অনেক স্থানে নলকূপ ও পাম্পে ঠিকমতো পানি উঠছে না। গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে।

এদিকে, তাপপ্রবাহের কারণে তরমুজ, বাঙ্গি, ডাব, আনারস, মাল্টা, পেয়ারাসহ পানি জাতীয় ফলের চাহিদাও বেড়েছে। ফলের মতো প্রচণ্ড গরমের কারণে শহর-গ্রাম সর্বত্রই হাতপাখার কদর বেড়েছে।

খুলনার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও তরুণ সমাজ অসহ্য গরমে পথচারী, যানবাহন চালক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে পানি, শরবত ও ফল নিয়ে যাচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, খুলনায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। আজ খুলনার তাপমাত্রা ৪২ ডিগ্রি সিলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

খুলনা তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর