Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ স্টিকারের বিরুদ্ধে ডিএমপির অভিযান, ২ দিনে আটক ২৫ গাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ২২:২৭ | আপডেট: ২ মে ২০২৪ ০৯:২৮

ঢাকা: রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার স্টিকার ব্যবহার করা গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধ করতে না পারে এ জন্য অবৈধ স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ।

রোববার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ প্রতিরোধে ক্রাইম ও ট্রাফিক বিভাগকে স্টিকারযুক্ত গাড়ি যাচাই করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এরপর থেকে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ডিএমপি।

বিজ্ঞাপন

দুইদিনের অভিযানে প্রায় ৫০টি গাড়ির স্টিকার ব্যবহারের বৈধতা যাচাই-বাছাই করা হয়। ২৫টি গাড়ি সার্বিক বিবেচনা সঠিক থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আইনগত ব্যবস্থা গ্রহণকৃত ২৫টি গাড়ির মধ্যে ২টি গাড়িকে আটক করা হয় এবং ২৩টি গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, বিভিন্ন ধরনের গাড়িতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন বাহিনী, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও বিভিন্ন পেশার স্টিকার বিধি বহির্ভূতভাবে ব্যবহার করা হচ্ছে।

গাড়িতে বিধিবহির্ভূত স্টিকার ব্যবহার প্রতিরোধ করতে বুধবার (১ মে) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ট্রাফিক ওয়ারী বিভাগের ঢাকার অন্যতম প্রবেশমুখ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন বিশেষ অভিযান পরিচালনা করেন ডিএমপি’র ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম। অভিযানস্থলে ট্রাফিক ওয়ারী বিভাগের সদস্যদেরকে তিনটি টিমে ভাগ করে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানগুলোর নেতৃত্ব দেন ট্রাফিক ওয়ারী বিভাগের এডিসি সুলতানা ইশরাত জাহান, এসি (ট্রাফিক-ডেমরা জোন) মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। আর বিভিন্ন স্টিকার ব্যবহারকারী হোন্ডার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল কুমার পাল। অভিযানে সার্বিকভাবে ডিসি ওয়ারী জনাব মোহাম্মদ ইকবাল হোসাইনের পক্ষে সহায়তা করেন ডেমরা থানার ওসি জহিরসহ অন্যান্য সদস্যরা। অভিযান চলাকালীন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, গাড়িগুলোতে যিনি স্টিকার ব্যবহার করছেন, সেই স্টিকারের পদধারী ব্যক্তি যদি গাড়িতে উপস্থিত না থাকেন অথবা উপস্থিত থেকে যদি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুয়া স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে প্রভাব দেখাতে না পারে এবং ফৌজদারি অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে ট্রাফিক ওয়ারী বিভাগ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, এ ধরনের স্টিকার ব্যবহার করে রাস্তায় কর্মরত ট্রাফিক সদস্যদেরকে মানসিকভাবে চাপের চেষ্টায় রাখা ;যাতে তারা কাগজপত্র চেক না করেন।

ডিসি ট্রাফিক জানান, অভিযানে লক্ষ্য করা যায় যে, প্রেসের স্টিকার ব্যবহারকারী ব্যক্তি প্রেসের সাথে সংশ্লিষ্ট নয়, মূল প্রেসের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিত বা আত্মীয়। আবার অনেক ক্ষেত্রে কোন প্রেসের সাথে কাজ করছেন তার আইডি কার্ড দেখাতে ব্যর্থ হচ্ছেন। টিভি চ্যানেলের স্টিকারের ক্ষেত্রে দেখা গেছে যে স্টিকার ব্যবহারকারী ব্যক্তি সংশ্লিষ্ট টিভি চ্যানেলের ব্যক্তির পরিচিত। মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে মন্ত্রণালয়ের সঙ্গে কোনো এক সময় চুক্তিভিত্তিক ভাড়া ছিল, এখন আর নেই। সেই স্টিকার এখনো ব্যবহার করছে।

তিনি আরও জানান, আবার বিভিন্ন বাহিনীর বিভিন্ন প্রকল্প বা সরবরাহের কাজে নিয়োজিত ছিল বিধায় গাড়ির স্টিকার ব্যবহার করত। এখন আর তাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরেও তারা সেই স্টিকার ব্যবহার করে যাচ্ছে। পুলিশের স্টিকারের ক্ষেত্রে একইভাবে লক্ষ্য করা যায় যে পরিচিত পুলিশ সদস্যদের নাম ব্যবহার করে তারা গাড়িতে পুলিশ স্টিকার ব্যবহার করছে।

সারাবাংলা/আরএফ/এনইউ

অবৈধ টপ নিউজ ডিএমপি স্টিকার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর