Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগের নীতি হচ্ছে-ভিনদেশি পণ্য কিনে হও ধন্য’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ২০:২৬

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘আওয়ামী লীগের ভারত তোষণ নীতির কারণে দেশের অনেক শিল্প-কারখানা রুগ্ন হয়েছে, অনেক কারখানা বন্ধ হয়েছে। বিএনপির নীতি ছিল – স্বদেশি পণ্য কিনে হও ধন্য অর্থাৎ দেশকে স্বনির্ভর করা। আর আওয়ামী লীগের নীতি হচ্ছে- ভিনদেশি পণ্য কিনে হও ধন্য অর্থাৎ নিজ দেশের চেয়ে প্রতিবেশির স্বার্থকে বেশি প্রাধান্য দেয়া।’

বুধবার (১ মে) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে নগর বিএনপির কার্যালয়ের সামনে বিভাগীয় শ্রমিকদল আয়োজিত মে দিবসের জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকারের অপশাসন, দুর্নীতি, লুটপাট ও মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি অসহায় অসহায় অবস্থায় দিনযাপন করছে দেশের শ্রমজীবী মানুষ। শ্রমিকের পরিবারে এখন হাহাকার চলছে। সরকার এ দুঃসময়ে শ্রমিকদের পাশে নেই। সরকারি কর্মচারিরা সংকটকালে প্রণোদনা পায়, অথচ শ্রমিকদের জন্য কোনো প্রণোদনা নেই। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে শ্রমিক সমাজকে ভোট ও ভাতের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে।’

নোমান আরও বলেন, ‘যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন এখন ধুলিস্যাৎ হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা এখন ভুলুণ্ঠিত। দেশে অঘোষিতভাবে একদলীয় শাসন চলছে। গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা সরকার কুক্ষিগত করে রেখেছে। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে বিপ্লব। শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে মহাবিপ্লবের প্রস্তুতি নিতে হবে।’

বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় জনসভায় নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, বিএনপি নেতা একরামুল করিম, এম এ হালিম, আবদুস সাত্তার, এস এম সাইফুল, এস কে খোদা তোতন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, আবদুল মান্নান, আহমেদুল আলম রাসেল, আনোয়ার হোসেন লিপু, শ্রমিকদল নেতা আবদুল বাতেন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

জনসভার পর র‌্যালি নিয়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

সারাবাংলা/আরডি/এনইউ

নোমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর