Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ণিমা গণধর্ষণ: ২৩ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ১৯:৪২ | আপডেট: ১ মে ২০২৪ ২২:১৬

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ২০০১ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার আশুলিয়া থানার চারাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে।

বুধবার (১ মে) উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সুত্রধর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে অষ্টম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে আসামিরা ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাংচুর ও লুটপাট চালায়। পরে পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচুক্ষেতে ফেলে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারক ১১ আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেন।’

অমৃত কুমার সূত্রধর বলেন, ‘মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতার ইয়াছিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তাকে আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

আসামি গ্রেফতার টপ নিউজ পূর্ণিমা গণধর্ষণ