Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ১৯:০২ | আপডেট: ১ মে ২০২৪ ২১:০৯

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে এভায়রকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয় তার গাড়ি বহর।

তিন দিন হাসপাতালে থাকার পর গত ২ এপ্রিল বাসায় ফেরেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধায়নে বাসাতেই তার চিকিৎসা চলছে।

এর আগে, স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৩ মার্চ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। একদিন থেকে পরদিনই তিনি বাসায় ফেরেন তিনি। মাঝে ২৮ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নেওয়া হলেও পরে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হয়।

এর আগে, ২০২৩ সালের ৯ আগস্ট খালেদা জিয়া পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসনের সাজা আবারও স্থগিত রেখে তার সাময়িক মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে ২৮ মার্চ প্রজ্ঞাপন করে সরকার।

৭৯ বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

খালেদা জিয়া হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর