Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনি অতি জুলুমবাজ, বলপ্রয়োগকারী—প্রধানমন্ত্রীকে রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ১৬:৩৫ | আপডেট: ১ মে ২০২৪ ১৯:৪৪

ঢাকা: প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়রযুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতি বাম আর অতি ডানরা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না, এ দশের মানুষ আপনাকে সিংহাসনে ছাড়া করতে চায় না। কারণ, আপনি হলেন অতি ফ্যাসিবদ, অতি জুলুমবাজ, অতি বলপ্রয়োগকারী।

বুধবার ( ১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর কয়েকটি স্পটে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি, ওরস্যালান ও তরমুজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে, তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ। তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু, মে্ট্রোরেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে। আর সে টাকা বিদেশে পাচার করে অট্রেলিয়া, দুবাই, কানাডায় সেকেন্ডহোম তৈরি করা হয়েছে।’

তিনি বলেন, ‘২০১৮ সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গেয়েছিল। বিএনপির মতো এত বড় রাজনৈতিব দলকে ৫টি সিট ধরিয়ে দিয়েছিল তারা। বিএনপি নেতা-কর্মীদের ওপর জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে, কবরবাসীদের নামে, হজ্ব পালনরতদের নামে, মৃত্যু শয্যায় থাকা নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, গুম-খুন করে ভোট ডাকাতি করেছিল আওয়ামী লীগ। তবে, এভাবে আর ক্ষমতায় থাকা যাবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মাহমুদুর রহমান সুমন, তারিকুল আলম তেনজিং, আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসি আহমেদ মিষ্টি প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর