Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ০৯:০৭ | আপডেট: ১ মে ২০২৪ ১৪:২০

নাটোর: জেলার লালপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে লালপুর উপজেলার গোপালপুরের আজিমনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গোপালপুর বাজারের আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মনজুরুল ইসলাম। এ সময় বেশ কয়েকজন মুখোশধারী সেখানে উপস্থিত হয়ে মঞ্জরুলের উপর দুই রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলে মনজরুল ইসলামের মৃত্যু হয়।

লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান, ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে দেখছি, প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

আওয়ামী লীগ টপ নিউজ নাটোর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর