Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ২১:২৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ২৩:২৯

ঢাকা: গোটা এপ্রিল মাসে চলমান থাকার পরও তাপপ্রবাহ পিছু ছাড়ছে না। এবার ঢাকাসহ চার বিভাগের জন্য আরও ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা তথা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদফতর এই সতর্কবার্তা জারি করেছে। এ মৌসুমে এ নিয়ে ষষ্ঠবারের মতো হিট অ্যালার্ট জারি হলো।

উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

বার্তায় আরও বলা হয়েছে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে অস্বস্তি বাড়তে পারে।

এ মৌসুমে প্রথম সারা দেশে হিট অ্যালার্ট তথা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয় ৭২ ঘণ্টার জন্য। এরপর তাপমাত্রা কিছুটা কমেছিল। পরে দ্বিতীয় দফায় সতর্কবার্তা জারি করা হয় ১৯ এপ্রিল।

এরপর থেকে এক হিট অ্যালার্টের মেয়াদ শেষ হতেই ফের হিট অ্যালার্ট জারি করা হয়। সবশেষ গত ২৮ এপ্রিল পঞ্চমবারের মতো সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদফতর। এবার অবশ্য সারা দেশ নয়, চার বিভাগের জন্য জারি হলো এই সতর্কবার্তা।

সারাবাংলা/জেআর/টিআর

আবহাওয়া অধিদফতর তাপপ্রবাহের সতর্কবার্তা হিট অ্যালার্ট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর