জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
৩০ এপ্রিল ২০২৪ ২৩:১৫ | আপডেট: ১ মে ২০২৪ ১০:২৮
ঢাকা: পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার (৩০ এপ্রিল) জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পুনর্নির্ধারিত এ দাম ১ মে থেকে কার্যকর হবে।
সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করছে। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান দাম ১০৬ টাকা লিটার থেকে বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রোলের বিদ্যমান দাম ১২২ টাকা লিটার বাড়িয়ে ১২৪ দশমিক ৫০ টাকা এবং অকটেনের দাম ১২৬ টাকা থেকে বাড়িয়ে ১২৮ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল ৯০ দশমিক ৭৬ রুপি লিটার (বাংলাদেশি মুদ্রায় ১৩০ টাকা ৬৯ পয়সা) এবং পেট্রোল ১০৩ দশমিক ৯৪ রুপি লিটার (বাংলাদেশি মুদ্রায় ১৪৯ দশমিক ৬৭ টাকা) বিক্রি হচ্ছে।
সারাবাংলা/জেআর/পিটিএম