Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি খাতে সৌরবিদ্যুৎ প্রকল্পে প্রথম ঋণ দিচ্ছে এডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ২২:৪৪

ঢাকা: বেসরকারি খাতে প্রথমবারের মতো সৌরবিদ্যুৎ প্রকল্পে ১২ কোটি ১৫ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাবনায় এই ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হবে। এ জন্য ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি অর্থায়ন প্যাকেজ চুক্তি হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) ঢাকায় এই চুক্তিটি সই হয় বলে মঙ্গলবার (৩০ এপ্রিল) এডিবির ঢাকা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি হবে একটি ইউটিলিটি স্কেল সোলার ফ্যাসিলিটিজ বিদ্যুৎকেন্দ্র। যার জন্য বৈশ্বিক বিভিন্ন সংস্থাথেকে ঋণ সংগ্রহ করে এডিবি। এই ঋণে নেতৃত্বু দিচ্ছে সংস্থাটি।

সারাবাংলা/জেজে/পিটিএম

ঋণ এডিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর