Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ২২:২৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ২২:৩৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে ওমর আলী (৬২) ও বাতেন মাঝি নামে দুই জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বাতেন মাঝি জমিজমা সংক্রান্ত বিষয়ে কাজ করতে মুন্সীগঞ্জ শহরের রেজিস্ট্রার অফিসে গিয়ে দুপুরে তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকার ওয়ালী উল্লাহ মাস্টারের ছেলে।

বিজ্ঞাপন

এদিকে, মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর এলাকার বাসিন্দা কৃষক ওমর আলী (৬০) জমিতে কৃষি কাজ করার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মোল্লারচর এলাকার বাবু হাজারির ছেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, দুইজনই তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে হিটস্ট্রোকের লক্ষণ ছিল।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ মুন্সীগঞ্জ. হিটস্ট্রোক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর