Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ১৭:০১

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের উদাহরণ টেনে রেলখাতেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রেলভবনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করে এ আগ্রহ প্রকাশ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। পরে রেলপথমন্ত্রী গণমাধ্যমকে জানান, বৈঠকে রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহযোগিতার বিষয়ে আগ্রহ ব্যক্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

মহান মুক্তিযুদ্ধে মস্কোর অমূল্য সমর্থনের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপাক্ষিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। রাশিয়া আমাদের অনেক বড় উন্নয়ন অংশীদার। রাশিয়ার অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান আছে।’

জিল্লুল হাকিম বলেন, ‘বাংলাদেশের রেল ব্যবস্থা ব্রডগেজ, মিটারগেজ, ডুয়েলগেজ দ্বারা বিভক্ত। আমরা ক্রমান্বয়ে ব্রডগেজে রূপান্তর করার পরিকল্পনা করছি। রেলের আরও সম্প্রসারণ করে প্রত্যেকটি জেলায় রেল সংযোগ পৌঁছে দেওয়া হবে।’ রাশিয়া আমাদের অনেক প্রকল্পে সাহায্য করছে এবং ভবিষ্যতে এ সাহায্য অব্যাহত থাকবে বলে মন্ত্রী এসময় আশা প্রকাশ করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় স্থাপনা নির্মাণের রাশিয়ার বিশাল অভিজ্ঞতা আছে। আমরা বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে এক সঙ্গে কাজ করতে আগ্রহী।’  এসময় রাশিয়ার বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শনে মন্ত্রীকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

আলোচনায় আরও উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ রাশিয়া রেলের উন্নয়ন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর