Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্চার-জর্ডানকে ফিরিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪ ১৬:২৩

স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ওয়ানডে বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাটলারের দল। বিশ্বকাপকে সামনে রেখে জস বাটলারকে অধিনায়ক করে তৃতীয় দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশরা। দলে ফিরেছেন দুই পেসার ক্রিস জর্ডান ও জোফরা আর্চার।

প্রায় এক বছর আগে সবশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন আর্চার-জর্ডান। এই মুহূর্তে জর্ডানের জাতীয় দলের সাথে চুক্তিও নেই।  দুই পেসারই অপেক্ষায় ছিলেন জাতীয় দলে ফেরার। বিশ্বকাপকে সামনে রেখেই ফেরানো হয়েছে দুইজনকে। এছাড়া দলের সাথে প্রথমবারের মতো বিশ্বকাপে যাচ্ছেন আইপিএলে দারুণ ফর্মে থাকা উইল জ্যাকস ও ফিল সল্ট। আছেন টেস্টে ভারতের মাটিতে আলো ছড়ানো স্পিনার ট্ম হার্টলি। এছাড়াও দলের অন্য নিয়মিত সদস্যরাও আছেন স্কোয়াডে।

বিজ্ঞাপন

দলে জায়গা হয়নি ক্রিস ওকস ও ডেভিড মালানের। বেন স্টোকস আগেই জানিয়ে রেখেছিলেন তিনি এই বিশ্বকাপে খেলবেন না।

আগামী ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ইংল্যান্ডের শিরোপা ধরে রাখার মিশন।

ইংল্যান্ড স্কোয়াড 

জস বাটলার (অধিনায়ক) , মঈন আলি, জোফরা আর্চার, জনি বেইরস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়ান লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।

 

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড টপ নিউজ টি-২০ বিশ্বকাপ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর