Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমির রিয়াল-বায়ার্ন মহারণে শেষ হাসি কার?

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪ ১৩:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৬:৪৩

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫তম শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করে সেমিতে পৌঁছে গেছে কার্লো আনচেলত্তির দল। সেমির প্রথম লেগে আজ রিয়ালের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টের ইতিহাসের দুটি সফলতম দল আজ আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি। জমজমাট এক সেমিতে প্রথম লেগ শেষে হাসিমুখে বাড়ি ফিরতে পারবে আনচেলত্তির রিয়াল? নাকি ঘরের মাঠে দাপট দেখিয়ে নিজেদের আধিপত্য জানান দেবে টুখেলের বায়ার্ন?

বিজ্ঞাপন

পরিসংখ্যান 

চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বায়ার্ন লড়াইটা বরাবরই জমজমাট। তবে ২৬ দেখায় কিছুটা এগিয়ে আছে বায়ার্নই, তাদের জয় ১২ ম্যাচে। রিয়াল জিতেছে ১১ ম্যাচে। ৩ ম্যাচে আসেনি কোন ফলাফল। তবে শেষ ৫ দেখায় বায়ার্নের কাছে হারেনি রিয়াল। ৪টিতেই জয় পেয়েছে তারা, ড্র হয়েছে একটি ম্যাচ। সাম্প্রতিক পারফরম্যান্সে তাই খানিকটা এগিয়েই থাকবে রিয়াল।

দলের খবর 

বেয়ার লেভারকুসেনের কাছে জার্মান লিগের ১২ বছরের রাজত্ব হারিয়েছে বায়ার্ন। লিগে ছন্নছাড়া বায়ার্ন আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার জিতে পা রেখেছে সেমিতে। তবে রিয়ালের বিপক্ষে সেমির আগে ইনজুরিতে জর্জরিত তারা। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সার্জি গ্ন্যাব্রি ও কিংসএলে কোমানকে ছাড়াই হয়তো আজ মাঠে নামতে হবে বায়ার্নকে। ইনজুরিতে পড়েছেন ডি লিট, লামির, উপামেকানোরও। তবে বায়ার্নকে কিছুটা স্বস্তি দিয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন লেরয় সানে।

সেমির আগে নিয়মিত একাদশের সবাইকেই পাচ্ছে রিয়াল। ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামরা পূর্ণ ফিট থেকেই জার্মানি যাচ্ছেন। শুধু নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচে থাকছেন না দানি কারভাহাল। তার জায়গায় থাকবেন লুকাস ভাসকেজ।

ডাগআউটে আনচেলত্তি-টুখেলের লড়াই

লা লিগা অনেকটাই নিশ্চিত করে ফেলা রিয়াল চ্যাম্পিয়নস লিগেও বরাবরের মতো দুর্দান্ত পারফর্ম করেই শেষ চারে উঠেছে।বায়ার্নের বিপক্ষে তাই রিয়ালকেই এগিয়ে রাখছেন সবাই। তবে আনচেলত্তি বলছেন, বায়ার্নের মতো বড় দলকে হালকাভাবে নেবেন না তারা, ‘আমরা বড় একটা ক্লাবের বিপক্ষে সেমিতে নামছি। নিজেদের উপর আমাদের আত্মবিশ্বাস আছে। তবে বায়ার্নকেও আমরা যথেষ্ট সম্মান করি। লিগে হয়তো তারা খুব ভালো ফর্মে ছিল না মৌসুমজুড়ে, কিন্তু আর্সেনালের বিপক্ষে কোয়ার্টারে দারুণ খেলেছে তারা। এটাই তাদের ক্লাবের মানের পরিচয়।’

বিজ্ঞাপন

কোচ নয়, ফুটবলাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলেই বিশ্বাস আনচেলত্তির, ‘বায়ার্নের দারুণ কিছু ফুটবলার আছে। আমাদের পূর্ণ মনোযোগ দিয়ে খেলেই ফাইনালে যেতে হবে। আর দুই দলের কোচ নয়, ফুটবলারদের উপরই সব নির্ভর করে। আমরা তাদের দিক নির্দেশনা দিতে পারি। টুখেল দারুণ একজন কোচ, বিশেষ করে কৌশলের দিক দিয়ে। তার দলের প্রতি আমার অনেক সম্মান আছে।’

এদিকে বায়ার্ন কোচ টুখেলও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। ওয়েম্বলিতে আরও একটি ফাইনাল খেলতে মরিয়া টুখেল বললেন, ‘আমাদের লক্ষ্য ওয়েম্বলিতে যাওয়া। আমরা আর্সেনালকে হারিয়েছি এবং এটি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে আছি। আমরা শুধু আগামীকালের ম্যাচের দিকে মনোযোগী।’

রিয়ালের বিপক্ষে এই ম্যাচকেই ফাইনাল মনে করে খেলবেন বলে জানান তিনি, ‘এই ম্যাচটা অনেকটা ফাইনালের মতো। আমরা লাইনআপ এমনভাবে খুঁজে বের করতে যাচ্ছি যেন এটি একটি ফাইনাল। হ্যাঁ, আমরা জানি যে কিছু খেলোয়াড় পুরো ম্যাচ খেলতে পারবে না, কিন্তু আমরা ভাবতে চাই না যে দ্বিতীয় লেগ বাকি আছে। আমি জিততে এবং সেরা কন্ডিশনে পৌঁছানোর জন্য শুধুমাত্র এই ম্যাচ নিয়ে ভাবতে চাই।’

শেষ পর্যন্ত রিয়াল-বায়ার্ন মহারণে শেষ হাসি কে হাসবে, সেটা জানা যাবে আজ রাত ১টায়।

 

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ টপ নিউজ বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর