Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্নকে হালকাভাবে নেবেন না আনচেলত্তি


৩০ এপ্রিল ২০২৪ ১০:০২

সেমিতে মুখোমুখি রিয়াল-বায়ার্ন

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল তারা। এবারের মৌসুমেও দারুণ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ উঠেছে সেমিতে। সেমিতে রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। জমজমাট এক সেমির আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, কাগজে কলমে কিংবা ফর্মের দিক থেকে বায়ার্নের চেয়ে এগিয়ে থাকলেও জার্মান ক্লাবটিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না রিয়াল।

এক যুগ পর বেয়ার লেভারকুসেনের কাছে জার্মান লিগ শিরোপা হাতছাড়া করেছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগেও খুব একটা দাপটের সাথে খেলেনি টুখেলের দল। অন্যদিকে লা লিগা অনেকটাই নিশ্চিত করে ফেলা রিয়াল চ্যাম্পিয়নস লিগেও বরাবরের মতো দুর্দান্ত পারফর্ম করেই শেষ চারে উঠেছে।

বিজ্ঞাপন

বায়ার্নের বিপক্ষে তাই রিয়ালকেই এগিয়ে রাখছেন সবাই। তবে আনচেলত্তি বলছেন, বায়ার্নের মতো বড় দলকে হালকাভাবে নেবেন না তারা, ‘আমরা বড় একটা ক্লাবের বিপক্ষে সেমিতে নামছি। নিজেদের উপর আমাদের আত্মবিশ্বাস আছে। তবে বায়ার্নকেও আমরা যথেষ্ট সম্মান করি। লিগে হয়তো তারা খুব ভালো ফর্মে ছিল না মৌসুমজুড়ে, কিন্তু আর্সেনালের বিপক্ষে কোয়ার্টারে দারুণ খেলেছে তারা। এটাই তাদের ক্লাবের মানের পরিচয়।’

কোচ নয়, ফুটবলাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলেই বিশ্বাস আনচেলত্তির, ‘বায়ার্নের দারুণ কিছু ফুটবলার আছে। আমাদের পূর্ণ মনোযোগ দিয়ে খেলেই ফাইনালে যেতে হবে। আর দুই দলের কোচ নয়, ফুটবলারদের উপরই সব নির্ভর করে। আমরা তাদের দিক নির্দেশনা দিতে পারি। টুখেল দারুণ একজন কোচ, বিশেষ করে কৌশলের দিক দিয়ে। তার দলের প্রতি আমার অনেক সম্মান আছে।’

আজ রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় সেমির প্রথম লেগে রাত ১টায় মাঠে নামবে বায়ার্ন-রিয়াল।

বিজ্ঞাপন

 

কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর