গরমে অজ্ঞান হয়ে গেল রিকশাচলক, সাহায্যে এগিয়ে গেল ট্রাফিক পুলিশ
২৯ এপ্রিল ২০২৪ ২৩:২৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০১:৪২
ঢাকা: রাস্তায় চলন্ত অবস্থায় রিকশা থেকে রাস্তার ওপরে ছিটকে পড়ে যান একজন রিকশাচালক। তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক পবিত্র বিশ্বাসের নেতৃত্বে ট্রাফিক সদস্যরা তার মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন। জ্ঞান ফেরার পর রিকশাচালক জানান, প্রচণ্ড গরমে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল।
সোমবার (২৯ এপ্রিল) সকালে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
জ্ঞান ফিরে আসার পর রিকশাচালককে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন খাওয়ালে তিনি ক্রমাগত সুস্থ হয়ে সাধারণ অবস্থায় ফিরে আসেন।
ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, প্রচণ্ড গরমের কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় বলে ওই রিকশাওয়ালা জানান। যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে ছয় দিন ধরে পথচারী ও অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ চলছে। তার সুফল হিসেবে আজ অসুস্থ একজন রিকশাচালককে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।
সারাবাংলা/আরএফ/টিআর