ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
২৯ এপ্রিল ২০২৪ ২২:৫৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০১:৩৩
ঠাকুরগাঁও: ভোটারবিহীন নির্বাচনকে চুন ছাড়া পানের সঙ্গে তুলনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
তিনি বলেন, চুন ছাড়া পানের স্বাদ নেই। ভোটার ছাড়াও ভোটের মজা নেই। তাই ভোটার উপস্থিতি নিশ্চিত করুন।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হল রুম চত্বরে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
ইসি রাশেদা প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রতিটি প্রার্থীকে সমান চোখে দেখেন।
রাশেদা সুলতানা বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না। তাই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে হবে। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই সহযোগিতা করলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও সুন্দর হবে।
জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দফতরের প্রতিনিধি এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর