Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত দুজনকে পাঠানো হলো ঢাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৪ ২১:১৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০১:১৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সুমন মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বিদ্যুৎস্পৃষ্টের পৃথক এক ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের কোদালধোয়া ও গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। দুটি দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কোদালধোয়া এলাকায় ভবনের নির্মাণকাজের জন্য সয়েল টেস্টের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় সুমন মিয়াসহ তিনজন বিদ্যুতের তারে জড়িয়ে যান। তাদের গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয় হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এদিকে একই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আরেক নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মনা (৫৫) নামে এক শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেও উন্নত চিকিৎসার ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল প্রধান জানান, বিদ্যুৎস্পৃষ্টের পৃথক দুই ঘটনায় আহত চারজনের মধ্যে সুমন নামের একজনের মৃত্যু হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

বিদ্যুৎস্পৃষ্ট মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর