তাপপ্রবাহ: বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ
২৯ এপ্রিল ২০২৪ ১৭:১০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৮:২৬
ঢাকা: দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় হাইকোর্টের নির্দেশ মেনে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে অবশ্য শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ দিন বিকেল ৩টার দিকে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বহমান তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।
আরও পড়ুন- তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ
এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা, রংপুর ও বরিশালের কিছু জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে কি না— জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সারাবাংলাকে বলেন, হাইকোর্টের আদেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দেশে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে এপ্রিলের শুরু থেকেই। তবে শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ মিলিয়ে ২০ এপ্রিল পর্যন্ত প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই ছুটি ছিল। ২১ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। তবে তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহ ছুটি বাড়ানো হয়।
আরও পড়ুন- মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ৪৩ ছুঁইছুঁই যশোরেও
এই সময়ের মধ্যেও তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় অভিভাবকরা দাবি জানিয়েছিলেন ছুটি আরও বাড়ানোর। তবে ছুটি আর বাড়ানো হয়নি। গতকাল রোববার (২৮ এপ্রিল) শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায়। এ দিন দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। তীব্র গরমে দুজন শিক্ষকও মারা যান।
পরে রোববার শিক্ষা মন্ত্রণালয় জানায়, আজ সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী ও খুলনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে শুধু মর্নিং শিফট চালু থাকায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কোনো বন্ধ দেয়নি। এবারে হাইকোর্টের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলো বৃহস্পতিবার পর্যন্ত।
সারাবাংলা/জেআর/টিআর
টপ নিউজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় বন্ধ হাইকোর্টের নির্দেশ