Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পদত্যাগ করবেন না

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪ ১৬:৫১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৮:১১

পাঁচ দিনের জল্পনা-কল্পনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হওয়ায় গত পাঁচ দিন ধরে তিনি দাফতরিক কাজ থেকে দূরে রয়েছেন।

বামপন্থি সোশ্যালিস্ট পার্টির নেতা পেদ্রো সানচেজ ২০১৮ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী। সম্প্রতি তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গত সপ্তাহে এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিকভাবে চাপে পড়া প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত বুধবার বলেছিলেন, তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার পেদ্রো সানচেজ দাবি করেন, তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটি বানোয়াট। রাজনীতিতে তার প্রভাব খর্ব করার জন্য দেশের ডান ও অতি-ডানপন্থিরা মামলাটি করেছেন। তবে তদন্ত চলাকালে তিনি অফিসে দায়িত্বে থাকবেন না।

সোমবার পেদ্রো সানচেজ তার পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা ছিল। তার দল সোশ্যাল পার্টির নেতা-কর্মীরা আশঙ্কা করেছিল, তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তাকে পদত্যাগ না করতে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। শনিবার রাজধানী মাদ্রিদ পেদ্রো সানচেজের সমর্থনে ব্যাপক সমাবেশ করে সোশ্যাল পার্টি।

সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে অভিযোগ এনেছিল মানোস লিম্পিয়াস (ক্লিন হ্যান্ডস) নামে একটি সংগঠন। এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন মিগুয়েল বার্নাড নামক অতি-ডান দলের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি।

বৃহস্পতিবার মাদ্রিদের পাবলিক প্রসিকিউটর প্রমাণের অভাবে তদন্ত স্থগিত রাখার আহ্বান জানান। মানস লিম্পিয়াসও স্বীকার করেছেন, তার সংগঠনের অভিযোগগুলো ভুল হতে পারে। কারণ সেগুলো অনলাইন সংবাদপত্রের গল্পের উপর ভিত্তি করে ছিল। অভিযোগগুলোর একটি ইতিমধ্যেই মিথ্যা প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টপ নিউজ পেদ্রো সানচেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর