কক্সবাজারে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৪ ১৬:৩১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৭:২৪
২৯ এপ্রিল ২০২৪ ১৬:৩১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৭:২৪
কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে।
ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সোমবার সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।
সারাবাংলা/ইআ