Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪ ১২:৫৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৪:৩০

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের শক্তিশালী টর্নেডোর আঘাতে চার মাসের এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে নিখোঁজ ও আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (২৮ এপ্রিল) বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণ করা হয়েছে। এছাড়া ফেডারেল কর্তৃপক্ষকে দুর্গত এলাকায় সহায়তার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৬ এপ্রিল) থেকে শুরু হওয়া পৃথক টর্নেডোতে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে ওকলাহোমা, আইওয়া, টেক্সাস, মিসৌরি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোর কারণে ওকলাহোমায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একটি চার মাসের শিশুও রয়েছে। এ ছাড়া মিডওয়েস্টে পৃথক আরেকটি ঝড়ের আঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে।

মার্কিন জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস) জানিয়েছে, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে শনিবারে টর্নেডোর সময় ঘণ্টায় ২১৮ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। মিসৌরি থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাবে কয়েক ঘণ্টায় ৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ টর্নেডো যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর