টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কোচ কার্সটেন
২৯ এপ্রিল ২০২৪ ১০:৩৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১২:০৭
২৮ বছর পর ভারতকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন তিনি। কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কার্সটেনের সুনামটা তখন থেকেই। এবার টি-২০ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্যে সেই কার্সটেনকেই সাদা বলের ক্রিকেটের কোচের দায়িত্ব দিল পাকিস্তান। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বাবর আজমদেরর ওয়ানডে ও টি-২০ দলের কোচের দায়িত্ব নিলেন কার্সটেন। টেস্ট ক্রিকেটের কোচের দায়িত্ব পেলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি নতুন দুই কোচের নাম ঘোষণা করতেছেন। আইপিএলে গুজরাটের দায়িত্ব পালন করা কার্সটেন টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই পাকিস্তান দলের সাথে যোগ দেবেন। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিও শুরু করবেন তিনি। একই সাথে সাদা পোশাকের ক্রিকেটের জন্য গিলেস্পিও থাকছেন দলের সাথে। এই দুই কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে পাকিস্তান।
পাকিস্তান দলের দায়িত্ব নিয়ে কার্সটেন জানিয়েছেন, বিশ্বকাপে দলকে ভালো কিছু উপহার দিতে চান তিনি, ‘পাকিস্তানের কোচ হতে পারা গর্বের। আইসিসি ট্রফি জেতানোই আমার মূল লক্ষ্য। আশা করি টি-২০ বিশ্বকাপে ভালো কিছু হবে। তারপর আমরা চ্যাম্পিয়নস ট্রফি ও ওয়ানডে বিশ্বকাপের জন্য আগাবো।’
গিলেস্পি বলছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ভালো অবস্থানে নিতে চান তিনি, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করাই সব টেস্ট খেলুড়ে দেশের মূল লক্ষ্য। পাকিস্তানের টেস্ট দলটা দারুণ। তাদের নিয়ে এখানে ভালো ফলাফল আনতে চাই। পাকিস্তানে দারুণ পেস বোলিং অ্যাটাক আছে। এটাকে কাজে লাগাতে হবে।’
এদিকে কয়েক মাস দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা আজহার মাহমুদ সব ফরম্যাটেই দলের সহকারি কোচের দায়িত্ব পালন করবেন।
সারাবাংলা/এফএম