রাজশাহীতে ভূকম্পন অনুভূত, উৎপত্তি ভারতে
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ২১:৫৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১০:৪৬
২৮ এপ্রিল ২০২৪ ২১:৫৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১০:৪৬
রাজশাহী: রাজশাহীতে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, রাত ৮টা ৫ মিনিটে ভূমিকম্প হয়।
রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা জেলায় ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের নদীয়া জেলার উত্তমপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে। কিন্তু এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে ভূমিকম্পের বিষয়ে কিছুই জানে না রাজশাহী আবহাওয়া অফিস। ভূমিকম্প হয়েছে সেটি জানেন। কিন্তু কতমাত্রার ভূমিকম্প হয়েছে সেটি জানেন না।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক গাউসুজ্জামান বলেন, ‘আমাদের এখানে ভূমিকম্প পরিমাপক যন্ত্র অকেজো। এজন্য আমরা বুঝতে পারি না ভূমিকম্প হয়ে কি না। তাই সম্ভব হয় না ভূমিকম্প জানার বিষয়টি।’
সারাবাংলা/এমই/এনএস