৫ জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ সোমবার, এসি থাকলে খোলা
২৮ এপ্রিল ২০২৪ ২০:৫২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২৩:০৮
ঢাকা: দেশে চলমান তাপপ্রবাহ পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ পাঁচ জেলার সব মাধ্যমিক স্কুল ও কলেজ আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা বাদে বাকি চার জেলা হলো— চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।
এদিকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে আবার শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে খোলা রাখা যাবেও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলো মর্নিং শিফটে পরিচালিত হচ্ছে বলে এসব প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের পরামর্শে এই পাঁচ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি শ্রেণিকক্ষ) আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে পাঠদান চালু রাখতে পারবে। এ জেলাগুলো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল সোমবার জানানো হবে।
আরও পড়ুন- তীব্র তাপপ্রবাহ মাথায় নিয়েই স্কুল খুললো আজ
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্ত আবুল খায়ের সারাবাংলাকে বলেন, ‘পাঁচটি জেলা নিয়ে আজ (রোববার) সিদ্ধান্ত হয়েছে। এই পাঁচ জেলার মাধ্যমিক স্কুল ও কলেজসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। আগামীকাল (সোমবার) আবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সারাবাংলাকে বলেন, ‘আমাদের নির্দেশনা আছে, প্রাথমিকের সব ক্লাস হবে মর্নিংয়ে। এ ছাড়া প্রাক-প্রাথমিক বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিক খোলা যাবে না, সেটাও বলে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে আসেম্বলিও বন্ধ রাখা হয়েছে। তাই আমাদের আপাতত নতুন কোনো নির্দেশনা নেই।’
দেশে চলমান তাপপ্রবাহ পরিস্থিতিতে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা জেলাগুলো। বিশেষ করে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এর মধ্যে কেবল কয়েক দিন যশোরে রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এ ছাড়া রাজশাহী, খুলনা জেলার ওপর দিয়েও টানা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকাতেও তীব্র খরতাপে জনজীবন অতিষ্ঠ।
এ পরিস্থিতিতেই ঈদ ও বাংলা নববর্ষের দীর্ঘ ছুটির পরও এক সপ্তাহ বাড়তি ছুটি দেওয়া হয়েছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সে ছুটি কাটিয়ে আজ রোববারই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। তবে তীব্র গরমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার তথ্য মিলেছে। ফলে অভিভাবকদের দাবি, স্কুল বন্ধ রেখে অনলাইনে পাঠদান চালু করা হোক।
আরও পড়ুন-
তীব্র আবহাওয়ায় স্কুল খোলায় শঙ্কিত অভিভাবকরা
তাপপ্রবাহ: ২ শিক্ষকের মৃত্যু, অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা
সারাবাংলা/জেআর/টিআর