Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে অসুস্থ হয়ে শ্রেণিকক্ষ ছাড়তে হলো ৩ ছাত্রীকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ২০:০২

চট্টগ্রাম ব্যুরো: তাপদাহের মধ্যে বিদ্যালয় খোলার প্রথমদিনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শ্রেণিকক্ষে তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে অভিভাবকরা এসে তাদের বাড়িতে নিয়ে যান।

রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

অসুস্থ তিন ছাত্রী হলেন, দশম শ্রেণির জুঁই দাশ ও মরিয়ম আক্তার নিপা এবং অষ্টম শ্রেণির মাইসা আক্তার।

সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার সারাবাংলাকে বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, সকাল ১০টায় বিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর প্রথম ক্লাসেই তিন ছাত্রী ক্লান্ত হয়ে পড়েন। পর্যায়ক্রমে তাদের মধ্যে বমিভাব হতে থাকে। একপর্যায়ে তারা একেবারে মাথা এলিয়ে দেন। তখন দ্রুত তাদের অভিভাবকদের খবর দেয়া হয়। তারা এসে ছাত্রীদের বাড়িতে নিয়ে যান। স্কুল কর্তৃপক্ষ খোঁজখবর নিয়েছেন। তারা এখন সুস্থ আছেন। তবে হিটস্ট্রোক জাতীয় কিছু নয়।’

তাপদাহের মধ্যে সীতাকুণ্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির হার কম ছিল জানিয়ে তিনি বলেন, ‘শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৬২৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল মাত্র ২৩৩ জন। এভাবে প্রত্যেক প্রতিষ্ঠানে উপস্থিতির হার কম ছিল। কোথাও অর্ধেক শিক্ষার্থী, কোথাও তার চেয়েও কম ছিল। তাপমাত্রা একেবারে অস্বাভাবিক। এজন্য একটু সমস্যা হচ্ছে। তবে স্কুল খোলা না থাকলে শিক্ষার্থীদেরই ক্ষতি হবে। ক্লাসের সময় কিছুটা এগিয়ে আনা হলে হয়ত শিক্ষার্থীরা এতটা অস্বস্তিতে থাকবে না।’

সারাবাংলা/আরডি/একে

অসুস্থ গরম শিশু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর