Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জের পৌর মেয়র রমজানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৭:২৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ২০:৫৮

মানিকগঞ্জ: দুর্নীতি মামলায় কোর্টে হাজির না হওয়ায় মানিকগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এই আদেশ দেন।

দুদকের আইনজীবী আজিজ উল্লাহ জানান, পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে দুদকের তিনটি মামলা আদালতে বিচারাধীন। রোববার ওই মামলায় হাজির হয়নি পৌর মেয়র রমজান আলী। ফলে বিচারক তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পৌর মেয়র রমজান আলীর আইনজীবী এটিএম শাহজাহান জানান, দুদকের মামলায় মেয়র রমজান জামিনে ছিলেন। কিন্তু চীনে থাকায় আজ আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকার কারণে বিচারক তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোযানা জারি করেছেন। মেয়র দেশে ফেরার পর আদালতে জামিন প্রার্থনা করলে তার জামিন হয়ে যাবে।

সারাবাংলা/পিটিএম

গ্রেফতারি পরোয়ানা পৌর মেয়র মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর