Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ‘গরমে’ অসুস্থ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৬:৫৮

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজি অটোরিকশার ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সেলিম মিয়ার ছেলে রিয়াজুল ইসলাম শহিদ জানান, তার বাবা যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় থাকেন। সেখানে ছাগল কেনাবেচা করেন তিনি। সকালে বাসা থেকে বের হয়েছিলেন যাত্রাবাড়ী ভাঙা প্রেস এলাকার ছাগলের আড়তে যাওয়ার উদ্দেশ্যে। এর কিছুক্ষণ পর এক সিএনজিচালক তাকে ফোন করে জানান, দু’টি ছাগল সিএনজিতে করে কারওয়ান বাজার যাওয়ার জন্য রওনা করেছিলেন তার বাবা। কিন্তু পথে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে হাসপাতালে এসে বাবার মৃতদেহ দেখতে পান।

হাসপাতালে সিএনজি চালক রুবেল হোসেন জানান, যাত্রাবাড়ী ভাঙা প্রেস থেকে সিএনজিতে উঠেছিলেন সেলিম নামে ওই ছাগল ব্যবসায়ী। সাথে দু’টি ছাগলও তুলেছিলেন তিনি। যাবেন কারওয়ান বাজার। কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। তখন তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান। ধারনা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারনে মারা গেছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

মৃত্যু যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর