Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম দিনের মতো পথচারীদের পানি ও স্যালাইন দিচ্ছে ট্রাফিক পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৬:২৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৬:৩৩

ঢাকা: পঞ্চম দিনের মতো পথচারীদের পানি ও স্যালাইন বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগ।

রোববার (২৮ এপ্রিল) যাত্রাবাড়ি ট্রাফিক পুলিশ বক্স ও জুরাইনে মেহনতি ও দিনমজুর মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

ডিসি (ট্রাফিক ওয়ারী) মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, তীব্র তাপপ্রবাহের মধ্যে রাস্তায় চলাচলকারী মানুষ ও কর্মজীবীরা কষ্টে আছে। সেই কষ্ট লাঘবে আমরা ট্রাফিক ওয়ারী বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিদিন এক হাজার জন পথচারী ও দিনমজুরদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করছি। এক সপ্তাহ ধরে এটি চালানোর পরিকল্পনা আছে।

সারাবাংলা/আরএফ/ইআ

ট্রাফিক পুলিশ তীব্র তাপপ্রবাহ পানি ও স্যালাইন বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর